Wellcome to National Portal
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ সেপ্টেম্বর ২০২৪

ইতোপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারনা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ

ক্রম ইতোপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারনা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা/ আইডিয়ার নাম সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কিনা সেবার লিংক সেবা বাস্তবায়নকাল
০১ ই-লাইব্রেরী ওয়েবপোর্টাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও আওতাধীন দপ্তর/সংস্থার বিভিন্ন প্রকাশনা ও প্রতিবেদন এবং এ বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রাণালয়/বিভাগের নীতিমালা, কৌশলপত্র প্রকাশ করা হচ্ছে।  সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

http://elibrary.fid.gov.bd/elibrary/

২০২২-২৩
০২ লিভ ম্যানেজমেন্ট সিস্টেম এ সফটওয়্যার এর মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের বিভিন্ন ছুটির আবেদন করা এবং ছুটি অনুমোদন অনলাইনে সম্পাদন করা হয়। সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে http://leavemanagement.fid.gov.bd/login ২০২২-২৩
০৩ অনলাইন রিকুইজিশন সিস্টেম আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর অভ্যন্তরীণ শাখা, অধিশাখা ও অনুবিভাগের কর্মকর্তাদের চাহিদা অনুসারে মালামাল প্রদান করা হয়ে থাকে।  সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে http://192.168.1.214/ ২০২২-২৩
০৪ স্মার্ট মিটিং ম্যানেজমেন্ট সিস্টেম

এই সিস্টেম ২টি মডিউল এর সমন্বয়ে গঠিত। প্রথমতঃ এ বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন সভায় মনোনয়ন প্রদানের জন্য এই সফটওয়্যারটি ব্যবহৃত হচ্ছে। ফলশ্রুতিতে একই তারিখ ও সময়ে একজন কর্মকর্তাকে একাধিক সভায় মনোনয়ন প্রদানের জটিলতা দূর হবে।  দ্বিতীয়তঃ এ বিভাগের সভাকক্ষ একই তারিখ ও সময়ে একাধিক সভা/প্রশিক্ষণ/কর্মশালা এর জন্য বরাদ্দ প্রদানের জটিলতা দূর হবে।

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে https://smms.fid.gov.bd/login ২০২৩-২৪